সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

উইকেটে টিকে থাকা সহজ, রান করা কঠিন-মুমিনুল

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:২৭ পিএম, ১৯ মে, ২০২২

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সমানে সমান লড়াই করেছে টাইগাররা। লঙ্কানদের ৩৯৭ রানের জবাবে বাংলাদেশ করে ৪৬৫ রান। পরে দ্বিতীয় ইনিংসেও ১৬১ রানের মধ্যে তুলে নিয়েছিল সফরকারীদের ৬ উইকেট। তবু মেলেনি জয়, নিষ্ফলা ড্র নিয়েই থাকতে হয়েছে সন্তুষ্ট।

ম্যাচ শেষে টেস্ট ক্যাপ্টেন মুমিনুল হক বলেন,‘যদি পাঁচদিনের খেলা দেখেন, ওদের ব্যাটিং দেখেন, আমাদের ব্যাটিংও দেখেন..., এই উইকেটে আপনি টিকে থাকতে পারবেন। কিন্তু যদি বেশি রোমাঞ্চিত হয়ে যান তাহলে উইকেট পড়ার সম্ভাবনা বেশি থাকবে।'

এছাড়া তিনি বলেন,‘লিটন আউট না হলে হয়তো আমরা ওই সুযোগটা নিতে পারতাম। যেটা নিতে গিয়ে তখন ২-৩ উইকেট পড়ে যায়। লিটন যদি আরও এক ঘণ্টা খেলতে পারতো তাহলে হয়তো অন্যরকম হতে পারতো। চট্টগ্রামের এই উইকেটে এক রান নিতে পারেন। কিন্তু বেশি মারতে গেলে আউট হওয়ার সুযোগ বেশি থাকে।’

একুশে সংবাদ/এসএস

খেলাধুলা বিভাগের আরো খবর