সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চট্টগ্রাম টেস্ট

শেষ দিনে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

একুশে সংবাদ প্রকাশিত: ১০:১৮ এএম, ১৯ মে, ২০২২

চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষ দিন সকালে (বৃহস্পতিবার) নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করেছে সফরকারী শ্রীলঙ্কা। চতুর্থ দিন শেষে ১৭.১ওভারে দুই উইকেটে ৩৯ রান নিয়ে ব্যাটিং শুরু করেছে তারা। ফলে বাংলাদেশ এখনও এগিয়ে আছে ২৯ রানে।

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৬৮ রানে লিড নেয় বাংলাদেশ। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে করা ৩৯৭ রানের জবাবে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে বাংলাদেশে থেমেছে ৪৬৫ রানে। ফলে ৬৮ রানে লিড নেয় স্বাগতিকরা।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে অ্যাঞ্জেলো ম্যাথিউসের ১৯৯ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৩৯৭ রান করে সফরকারী। বাংলাদেশের হয়ে বল হাতে ৬ উইকেট নেন অফ স্পিনার নাঈম শেখ। এটি টেস্টে তার ক্যারিয়ার সেরা বোলিং। 

একুশে সংবাদ/এস এস

খেলাধুলা বিভাগের আরো খবর