সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সাকিবের জোড়া আঘাতেই শীতল

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ২৪ অক্টোবর, ২০২১

ভয়ঙ্কর হয়ে ওঠা নিসাঙ্কা ও আসালঙ্কার মধ্যকার জুটির বিচ্ছেদ ঘটালেন সাকিব আল হাসান। এই অফস্পিনারের বলে বোল্ড হওয়ার আগে ২১ বলে ২৪ রান করেন পাথুম নিসাঙ্কা। তার আগে দ্বিতীয় উইকেটে আসালঙ্কাকে সঙ্গে নিয়ে গড়েন ৬৯ রানের জুটি।   

বাংলাদেশের বিপক্ষে ১৭২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেট হারাল শ্রীলংকা। ইনিংসের চতুর্থ বলে নাসুম আহমেদের বলে বোল্ড হয়ে ফেরেন লংকান তারকা ওপেনার কুশাল পেরেরা। দলীয় ২ রানে ফেরেন তিনি।

এর আগে মোহাম্মদ নাঈম শেখ ও মুশফিকুর রহিমের জোড়া ফিফটিতে ভড় করে ৪ উইকেটে ১৭১ রান করে বাংলাদেশ। দলের হয়ে ৫২ বলে ৬টি চারের সাহায্যে সর্বোচ্চ ৬২ রান করেন ওপেনার নাঈম শেখ। ৩৭ বলে ৫টি চার ও দুটি ছক্কায় অপরাজিত ৫৭ রান করেন মুশফিকুর রহিম।

একুশে সংবাদ / আল-আমিন

খেলাধুলা বিভাগের আরো খবর