সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জুডোতে জাপানের ৪ স্বর্ণ জয়

একুশে সংবাদ প্রকাশিত: ১২:৫৬ পিএম, ২৭ জুলাই, ২০২১

জুডো জাপানের জন্য সোনার প্রধান উৎস হয়ে উঠেছে। ছেলেদের ৭৩ কেজি ওজন শ্রেণিতে জাপানকে সোনা এনে দিয়েছেন ওনো শোহেই। নির্ধারিত সময়ে জর্জিয়ার লাশা শাভদাতুয়াশভিলিকে হারাতে পারেননি শোহেই। পরে গোল্ডেন স্কোরের ষষ্ঠ মিনিটে ওয়াজা-আরি (দ্বিতীয় সর্বোচ্চ স্কোর) পেয়ে যান শোহেই।

এ নিয়ে জুডোতে চারটি সোনা পেল জাপান। সব মিলিয়ে সাতটি সোনা হয়ে গেল জাপানের। সোনা জেতায় এখন
চীনকে টপকে গেছে জাপান। যুক্তরাষ্ট্রও ৭টি সোনা পেয়েছে এখন পর্যন্ত। ৩ মিনিটেই সোনা জয় (কসোভো)
বিশ্বচ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ বিজয়ী কসোভো। টোকিও অলিম্পিকে তিনিই কিনা সহজেই স্বর্ণ জয় করেছেন!
মেয়েদের ৫৭ কেজি ওজন শ্রেণির ফাইনালে ফ্রান্সের সারাহ লিওনি কিসিককে মাত্র ২ মিনিট ৪৫ সেকেন্ডে পরাজিত করেন। হঠাৎ নোরার দিকে ডাইভ দেন কিসিক। জুডোতে এটা সবচেয়ে বড় অপরাধের একটি। ফলে নোরা গিয়াকোভাকে সরাসরি বিজয়ী ঘোষণা করা হয়েছে। এবারের অলিম্পিকে কসোভোর এটি
দ্বিতীয় সোনা।

একুশে সংবাদ/বর্না

খেলাধুলা বিভাগের আরো খবর