সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

এবার চ্যাম্পিয়ন ও রানার্সআপ কত কোটি টাকা করে পাবে?

একুশে সংবাদ প্রকাশিত: ০৯:০০ পিএম, ১০ জুলাই, ২০২১

রাত পোহালেই কোপা আমেরিকায় এক স্বপ্নের ফাইনাল। রোববার সকালে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে পর্দা নামবে লাতিন আমেরিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের শিরোপা কোপা আমেরিকার। মুখোমুখি আর্জেন্টিনা বনাম ব্রাজিল। আক্ষরিক অর্থে মেসি বনাম নেইমারে। ব্রাজিল থাকবে নবম শিরোপার খোঁজে আর আর্জেন্টিনার লক্ষ্য ১৫তম শিরোপা।

ফাইনাল ম্যাচটি জিতলে শিরোপার পাশাপাশি মোটা অঙ্কের প্রাইজমানিও পাবে চ্যাম্পিয়ন দল। এবারের কোপা আমেরিকার জন্য কোটি ডলারের প্রাইজমানি নির্ধারণ করেছে টুর্নামেন্টের আয়োজক সংগঠন কনমেবল। যা ঠিক করা হয়েছে গত এপ্রিলেই।

প্রাথমিকভাবে আর্জেন্টিনা ও কলম্বিয়ায় হওয়ার কথা ছিল এবারের কোপা আমেরিকা। তখনই নির্ধারণ করা হয়েছিল, এবারের কোপা চ্যাম্পিয়নরা পাবে ১ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৮৪ কোটি ৭৩ লাখ টাকার বেশি। গত আসরের তুলনায় ২৫ লাখ ডলার বেশি পাবে চ্যাম্পিয়নরা।

ফাইনাল ম্যাচে হেরে যাওয়া দল অর্থাৎ রানার্সআপরা পাবে ৫০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৪২ কোটি টাকার বেশি। এর বাইরে অংশগ্রহণকারী সব দলকেই প্রস্তুতি ও অন্যান্য আনুষঙ্গিক খরচের জন্য দেয়া হয়েছে ৪০ লাখ ডলার (প্রায় ৩৪ কোটি টাকা) করে।

অবশ্য টুর্নামেন্টের ফাইনালে ওঠা দুই দল ব্রাজিল-আর্জেন্টিনার খেলোয়াড়দের বাজার মূল্য চ্যাম্পিয়ন প্রাইজমানির চেয়ে অনেক বেশি। ট্রান্সফার মার্কেটে ব্রাজিল স্কোয়াডে থাকা ২৪ খেলোয়াড়ের মোট ভ্যালু ৯১১ মিলিয়ন ইউরো বা ৯ হাজার ১শ ৬৮ কোটি টাকার বেশি।

অন্যদিকে আর্জেন্টিনার স্কোয়াডে থাকা ২৮ খেলোয়াড়ের বর্তমান ট্রান্সফার মার্কেট অনুযায়ী ভ্যালু ৬৪৬ মিলিয়ন ইউরো বা ৬ হাজার ৫শ কোটি টাকার বেশি। শুধু তাই নয়, এবারের আসরে ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালে ওঠায় কোপা আমেরিকার ভ্যালুও বেড়ে গেছে অনেক বেশি।

 আর্জেন্টিনাকে কোপা আমেরিকার ফাইনালে তোলার অন্যতম কারিগর গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। নাম এমিলিয়ানো মার্টিনেজ বা এমি মার্টিনেজ। সেমিফাইালের শুট-আউট হিরোকে মেসি 'ফেনোমেনন' আখ্যা দিয়েছেন। অ্যাস্টন ভিলায় গত মরসুমে অসাধারণ গোলকিপিংয়ের সুবাদে এমি কোপায় জাতীয় দলের হয়ে অভিষেকের সুযোগ পেয়েছেন। লিওনেল স্কালোনি এই টুর্নামেন্টে প্রথম থেকেই তে-কাঠির নীচে ভরসা রেখেছে ২৮ বছররে গোলকিপারের ওপর। গত বুধবার ধবার মানে গ্যারিঞ্চা স্টেডিয়ামে পেনাল্টি শুট-আউটে তিনি হয়ে উঠেছিলেন 'স্পাইডারম্যান'! বাজ পাখির মতো উড়ে গিয়ে বাঁচিয়ে ছিলেন কলম্বিয়ার তিনটি শট। ফাইনালেও টিমের ভরসা এমি। অতন্দ্র প্রহরীর বিশ্বস্ত দস্তানার দিকে তাকিয়ে সবাই। 

একুশে সংবাদ/আরিফ

খেলাধুলা বিভাগের আরো খবর