সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আসন্ন কোপা আমেরিকা নিয়ে শঙ্কা থাকলেও সেটি উবে গেছে

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:২২ পিএম, ১ জুন, ২০২১

এককভাবে কোপা আমেরিকা আসরটি আয়োজনের দায়িত্ব পেয়েছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন-কনমেবল আগেই জানিয়েছিল এবারের আসরটি সরে যাচ্ছে আর্জেন্টিনা থেকে। ফলে নতুন আয়োজকের নাম ঘোষণা করেছে কনমেবল।

আগামী ১৩ জুন শুরু হয়ে এই টুর্নামেন্টের পর্দা নামার কথা আছে আগামী ১০ জুলাই। এবারের কোপা যৌথভাবে আয়োজন করার কথা ছিল কলম্বিয়া ও আর্জেন্টিনার। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে কলম্বিয়াকে আগেই স্বাগতিকের তালিকা থেকে বাদ দেওয়া হয়।

এরপর শোনা যাচ্ছিল, এককভাবেই কোপা আয়োজন করতে পারে আর্জেন্টিনা। কিন্তু আনুষ্ঠানিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কনমেবল জানায়, আর্জেন্টিনাতেও হচ্ছে না এবারের কোপা। মূলত করোনাভাইরাসের কারণে আর্জেন্টিনায় বর্তমানে চলছে নানা বিধিনিষেধ। বন্ধ রয়েছে ফুটবল ম্যাচ আয়োজনও। এ কারণেই আসরটি ব্রাজিলে আয়োজনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয় কনমেবল।

খেলাধুলা বিভাগের আরো খবর