সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বৃষ্টির পর ফের খেলা শুরু

একুশে সংবাদ প্রকাশিত: ০১:৩৬ পিএম, ৩০ মার্চ, ২০২১

নেপিয়ারে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টি ম্যাচটি বৃষ্টিতে বন্ধ থাকার পর আবারও মাঠে গড়িয়েছে। মঙ্গলবার ম্যাকলিন পার্কে বাংলাদেশ সময় দুপুর ১২ টায় শুরু হয় ম্যাচটি। ম্যাচের ১৩তম ওভারে চলাকালীন তথা ১২টা ৫৫ মিনিটে বৃষ্টি শুরু হয়। এতে ২৫ মিনিট বন্ধ থাকার পর ১টা ২০ মিনিটে শুরু হলো খেলা।

এর আগে বাংলাদেশ সময় মঙ্গলবার (৩০ মার্চ) দুপুর ১২টায় নেপিয়ারের ম্যাকলিন পার্কে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হয়। এই ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। আক্রমণাত্মক শুরুর পর পাওয়ার প্লে'তে দুই ওপেনারের বিদায়। ফর্মে থাকা ডেভন কনওয়েও ফিরলেন অল্প রানে। পাওয়ার প্লে'তে ৯ রান রেটে রান তুললেও ৩ ব্যাটসম্যানের বিদায়ে ক্রিজে নতুন জুটি। 

মুস্তাফিজুর রহমানের বদলে সুযোগ পেয়েই বাজিমাত করেন তাসকিন আহমেদ। ওপেনার ফিন অ্যালেনকে ফিরিয়ে দেন ডান-হাতি এই পেসার। ১০ বলে ১৭ রান করা নাইম শেখের হাতে ধরা পড়েন এই ওপেনার।

দলীয় ৫৫ রানের মাথায় ফিরে যান আরেক ওপেনান মার্টিন গাপ্তিল। ১৮ বলে ২১ রান করে মোহাম্মদ সাইফউদ্দিন বলে তাসকিনের দুর্দান্ত ক্যাচে মাঠ ছাড়েন তিনি।

অন্যদিকে দুর্দান্ত ফর্মে থাকা ডেভন কনওয়ে মাঠ ত্যাগ করেন শরিফুল ইসলামের বলে। মোহাম্মদ মিঠুনের হাতে ক্যাচ দেয়ার আগে ৯ বলে তার ব্যাট থেকে আসে ১৫ রান।

এদিকে ১২ তম ওভারের চতুর্থ বলে দলীয় ৯৪ রানে চতুর্থ উইকেটের পতন হয় কিউইদের।

১৭ বলে ১৪ রান করে অফস্পিনার মেহেদী হাসানের বলে স্টাম্পিং হন উইল ইয়ং।

১৩তম ওভারে দুটি বল করেছিলেন শরিফুল। ঠিক এমন সময় বৃষ্টি শুরু হয়। এতে দায়িত্বরত আম্পায়াররা খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। চার উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ ১০২ রান।

গ্লেন ফিলিপস ১৭ বলে ৩০ রান ও ৩ বলে ২ রান করে ক্রিজে আছেন মার্ক চ্যাপম্যান।

একুশে সংবাদ/আ/আ

খেলাধুলা বিভাগের আরো খবর