সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শেষ মুহূর্তে কষ্টের জয় পেলাে রিয়াল

একুশে সংবাদ প্রকাশিত: ১১:১৬ এএম, ২৫ ফেব্রুয়ারি, ২০২১

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে আতালান্টার মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচের ১৭ মিনিটেই ১০ জনের দলে পরিণত হয় ইতালির দলটি। এই সুবিধা কাজে লাগাতে পারছিল না একজন বেশি নিয়ে খেলা রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচের শেষ মুহূর্তে গিয়ে মেন্ডির গোলে কষ্টে জিতেছে জিনেদিন জিদানের দলটি।

বুধরাত (২৪ ফেব্রুয়ারি) রাতে আতালান্টার বিপক্ষে ১-০ গোলে জিতেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। চোটের কারণে এই ম্যাচটিতে মাঠের বাইরে ছিলেন করিম বেনজেমা, ইডেন হ্যাজার্ড ও রদ্রিগো।

এমনকি দ্বিতীয়ার্ধের ৮৫ মিনিট পর্যন্ত দশজন নিয়েই রিয়ালকে আটকে রাখে ইতালির ক্লাবটি। যদিও দ্বিতীয়ার্ধের শুরু থেকে আতালান্টাকে চেপে ধরে রিয়াল। গোলও প্রায় পেয়ে যাচ্ছিল, ৪৭তম মিনিটে লুকা মদ্রিচের বুলেট গতির শট প্রতিপক্ষের গাঁয়ে লেগে পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ৫৩তম মিনিটে ৭ গজ দূর থেকে বল জালে পাঠাতে পারেননি ভিনিসিউস জুনিয়র।

তবে ৮৬তম মিনিটে জয়সূচক কাঙ্খিত গোলটি করেন রিয়ালের ফারল্যান্ড মেন্ডি। তার গোলেই শেষ পর্যন্ত জয় পায় রেকর্ড ১৩ বারের উয়েফা চ্যাম্পিয়ন রিয়াল।

একুশে সংবাদ/ এ /এস

খেলাধুলা বিভাগের আরো খবর