সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আইপিএল

১১ এপ্রিল অনুষ্ঠিত হতে পারে ২০২১ আইপিএল

একুশে সংবাদ প্রকাশিত: ০২:৫২ পিএম, ১ ফেব্রুয়ারি, ২০২১

মহামারি করোনা ভাইরাসের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল ) ১৩তম আসর সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করতে বাধ্য হয়েছিল বোর্ড অফ ক্রিকেট ফর কন্ট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ২০২১ সালের এবারের আসরটি ভারতের মাটিতে আয়োজন করতে বদ্ধ পরিকর তাঁরা। যে কারণে আগামী ১১ এপ্রিল থেকে আইপিএলের ১৪ তম আসর আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিসিসিআই।

ভারতীয় গনমাধ্যমগুলো বিসিসিআইয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে এমন খবরই প্রকাশ করেছে। এ মাসের ৫ তারিখ থেকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে ভারত। এরপর দেশটির নারী ক্রিকেটারদের একটি ওয়ানডে টুর্নামেন্টও রয়েছে। তারপর বিজয় হাজারে টুর্নামেন্ট। ঐ টুর্নামেন্টের ফাইনালের পরই আইপিএল আয়োজন করতে চায় দেশটির ক্রিকেট বোর্ড।

তবে ১১ এপ্রিল আইপিএল আয়োজনের তারিখ এখনো চূড়ান্ত নয়। ইংল্যান্ড সিরিজের পর ক্রিকেটাররা যেন বিশ্রামের সুযোগ পান সেটি মাথায় রেখেই আইপএলের এবারের আসর আয়োজন করতে চায় গর্ভনিং কাউন্সিল। সেক্ষেত্রে আগামী বোর্ড সভায় আইপএলের ভাগ্য নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বিসিসিআই কর্মকর্তা।

টাইম অফ ইন্ডিয়াকে বিসিসিআইয়ের সেই কর্মকর্তা বলেন, '২০২১ আইপিএলের সম্ভাব্য তারিখ ১১ এপ্রিল। এটি এখনো সম্ভাব্য কেননা আইপিএলের গর্ভনিং কাউন্সিল এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হবে মার্চে। এরপর ক্রিকেটাররা যাতে পর্যাপ্ত বিরতি পায় সেটি মাথায় রেখেই এপ্রিলের মাঝামাঝি আইপিএল আয়োজনের সম্ভবনা রয়েছে।'

আইপিএলের এবারের আসরটির নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৮ ফেব্রুয়ারী। এর আগে আটটি দল ২০ জানুয়ারী ধরে রাখা এবং ছেড়ে দেয়া খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা ভারতীয় বোর্ডে জমা দিয়েছিল। যদিও কোন কোন ভেন্যুতে এবারের আসর অনুষ্ঠিত হবে তা এখনো জানাননি বিসিসিআই।

সূত্রঃ ক্রিকফেনজি
একুশে সংবাদ/ক/আ

খেলাধুলা বিভাগের আরো খবর