সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শ্রম আইন সংশোধন করা হচ্ছে: আইনমন্ত্রী

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:৩০ পিএম, ৩০ এপ্রিল, ২০২৪

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শ্রম আইন সংশোধন করা হচ্ছে। পুরনো শ্রমিক আইন লঙ্ঘন করলে তার শাস্তি বাবদ ৫ হাজার জরিমানা করা হতো।

তিনি বলেন, নতুন আইনে এই জরিমানা ২০ হাজার করা হয়েছে। পরবর্তীতে এই জরিমানা ২৫ হাজার টাকা করার চিন্তাভাবনা করা হচ্ছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) আইএলও প্রতিনিধির সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এসময় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীও উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আইএলও যা চায় তার সাথে আমাদের কোনো পার্থক্য নেই। কোনো প্রতিষ্ঠানের ১৫ ভাগ শ্রমিক চাইলে ইউনিয়ন করতে পারবে। এই সিদ্ধান্তে আইএলও সম্মত হয়েছে। তবে বাংলাদেশের ইচ্ছা এই সংখ্যাকে ১০ ভাগের নামিয়ে আনা।


একুশে সংবাদ/চ.আ/সা.আ

জাতীয় বিভাগের আরো খবর