সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ওয়েস্টইন্ডিজ দলের সবাই করোনা নেগেটিভ

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:২৮ পিএম, ১২ জানুয়ারি, ২০২১

নিয়ম মেনেই বাংলাদেশে আসার পর কোভিড-১৯ পরীক্ষা হয়েছে ক্যারিবীয় ক্রিকেটার, কোচিং ও সাপোর্টিং স্টাফদের। আজ (মঙ্গলবার) দুপুরে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, সে পরীক্ষায় ওয়েস্ট ইন্ডিজ বহরের সবাই নেগেটিভ অর্থাৎ করোনামুক্ত আছেন।
ওয়েস্ট ইন্ডিজের মিডিয়া ম্যানেজার দারিও বার্থলে বলেছেন, 'দলের সবাই সুস্থ আছে। তাদের ফল নেগেটিভ এসেছে। আমাদের দ্বিতীয় পরীক্ষা হবে বৃহস্পতিবার। আশা করছি, বৃহস্পতিবার থেকে আমরা নিজেরা অনুশীলন শুরু করতে পারবো।'


সিডিউল মুতাবেক, আগামী বৃহস্পতিবার শেরে বাংলা স্টেডিয়াম লাগোয়া বিসিবি একাডেমি মাঠে প্রথমবারের মতো অনুশীলন করবে ক্যারিবীয়রা। যেখানে ১৪ থেকে ১৭- এ চারদিন অনুশীলনের পর আগামী ১৮ জানুয়ারি বিকেএসপিতে নিজেদের মধ্যেই গা গরমের ম্যাচে অংশ নেবে সফরকারীরা। পরে ২০ জানুয়ারি থেকে শুরুর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

এদিকে আজ (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৬টায় অনলাইনের জুম কনফারেন্সে সংবাদমাধ্যমের সামনে আসছেন ক্যারিবীয়দের হেড কোচ ফিল সিমন্স।


একুশে সংবাদ/বা/আ

খেলাধুলা বিভাগের আরো খবর