সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

লঙ্কান প্রিমিয়ার লিগ থেকে নিজেকে সরিয়ে নিলেন মালিঙ্গা

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:০৪ পিএম, ২৫ নভেম্বর, ২০২০

টি-টোয়েন্টি টুর্নামেন্ট লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) এর আসর থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন লাসিথ মালিঙ্গা । তিনি এর কারন হিসেবে বলেছেন যথাযথ প্রস্তুতির অভাব রয়েছে।

এদিকে এলপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানানোর পর থেকেই একের পর এক কথা শুনতে হচ্ছে মালিঙ্গাকে। তবে এসবকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন তিনি।

এসব মন্তব্যের বিপরীতে নিজের অবস্থান যুক্তির মাধ্যমেই বুঝিয়ে দিয়েছেন মালিঙ্গা। যথাযথ প্রস্তুতি কেন প্রয়োজন তা জানিয়ে তিনি বলেছেন, ‘অনেকেই হয়তো ভাবছে এতদিন ধরে যে ক্রিকেট খেলছে তার জন্য প্রস্তুতির অভাব কোন সমস্যাই নয়। কিন্তু আসল বিষয় হলো, ম্যাচ প্রস্তুতি বাড়িতে জিম করে নেয়া যায় না।’

তিনি আরও যোগ করেন, ‘ম্যাচে একটা ইয়র্কার নিখুঁতভাবে করার আগে সেটি অন্তত হাজারবার অনুশীলন করে নেই আমি। নিখুঁত ডেলিভারি দুর্ঘটনাবশত হয়ে যায় না। আমি যদি এলপিএলে ইয়র্কার দিতে ব্যর্থ হই, তাহলে মানুষ বলবে সে আইপিএলে ইয়র্কার দিতে পারে কিন্তু এলপিএলের বেলায় পারে না।
সমালোচকদের ওপর যে বিশেষ কোনও ক্ষোভ বা অসন্তুষ্টি নেই, সেটিও পরিষ্কার করে জানিয়েছেন তিনি। 

একুশে সংবাদ /ব /এস
 

খেলাধুলা বিভাগের আরো খবর