সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঘুরে দাঁড়ানোর চেষ্টায় গার্মেন্টস পল্লির ব্যবসায়ীরা

প্রকাশিত: ১১:০৮ এএম, ১৬ নভেম্বর, ২০২০

আসন্ন শীত মৌসুমে করোনার লোকসানের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন কেরানীগঞ্জের তৈরি পোশাক পল্লির ব্যবসায়ীরা। তবে ক্ষতি পুষিয়ে নিতে আমাদানি করা পণ্যের শুল্ক প্রত্যাহারের দাবি ব্যবসায়ীদের।

অন্যদিকে, এবার আমদানি করা পোশাক কম আসায় ভালো মুনাফার আশা করছে বনিক সমিতি।

দুয়ারে কড়া নাড়ছে শীত। তাই মৌসুম সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কেরানীগঞ্জের তৈরি পোশাক পল্লির কয়েক লাখ শ্রমিক। নাওয়া-খাওয়া ভুলে দিনরাত কাজ করে চলেছেন কারিগররা। দীর্ঘ সময় লকডাউনের পর কাজে ফিরতে পারায় খুশি তারা।

জ্যাকেট, কার্ডিগানসহ শিশুদের বাহারি রঙের শীতের পোশাকে ভরে উঠেছে গার্মেন্টস পল্লির প্রতিটি শোরুম। এসব পোশাক কিনতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসছেন পাইকাররা। বিক্রিও হচ্ছে ভালো।

তবে চাহিদার তুলনায় উৎপাদন কম থাকায় এবার শীতের পোশাকের দাম একটু বেশি।

করোনার ক্ষতি পুঁষিয়ে নিতে ব্যাংক ঋণসহ আমাদানি শুল্ক প্রত্যাহারে দাবি ব্যবসায়ীদের।

এবার শীত মৌসুমে লোকসান কাটিয়ে উঠে ব্যবসায়ীরা আবারও ঘুরে দাঁড়াবে এমন আশা বনিক সমিতির।

এরপরও করেনার লোকসানের কবল থেকে বেরিয়ে আসতে আগামী রোজার ঈদকে মাথায় রেখে লক্ষ্য নির্ধারণ করছেন গার্মেন্টস পল্লির ব্যবসায়ীরা।

একুশে সংবাদ/ডিটি/এআরএম

বিশেষ প্রতিবেদন বিভাগের আরো খবর