সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

"মানবতার নবি মুহাম্মদ" গ্রন্থের প্রকাশনা উৎসব সম্পন্ন

একুশে সংবাদ প্রকাশিত: ১২:২৮ পিএম, ১০ সেপ্টেম্বর, ২০২১

সিলেট তরুণ আলেম  মুফতি আহমদ যাকারিয়ার প্রথম গ্রন্থ "মানবতার নবি মুহাম্মদ"। 

 ৯সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় গ্রন্থের প্রকাশনা উৎসব। সিলেটের শাহ জালার মাজার গেইট সংলগ্ন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) এ দুপুর ৩টা থেকে  শুরু হয় প্রকাশনা অনুষ্ঠানের কার্যক্রম। মূল প্রবন্ধ পাঠ করেন আব্দুল্লাহ মনসুর। মোড়ক উন্মোচন করেন আবদুল মালিক মোবারকপুরি। 

প্রকাশনা উৎসবে আলোচনা পেশ করবেন, ইসলামিক ফাউন্ডেশনের হবিগঞ্জ জেলা উপ-পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, কাজির বাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ, মাওলানা মুখলিছুর রহমান রাজাগঞ্জি, মাওলানা আব্দুলালিক চৌধুরী,  মাওলানা দিলওয়ার হুসাইন, মাওলানা এহতেশামুল হক কাসেমী, মুফতি আব্দুল্লাহ মায়মুন, মাওলনা আবুযর রেজওয়ান, মুফতি জিয়াউর রহমান, মাওলানা ফায়জুর রহমান সহ আরো অনেকে।

 অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মুক্তস্বরের প্রকাশক সাদিকুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করবেন মিম সুফিয়ান। 

'মানবতার নবি মুহাম্মদ' গ্রন্থের লেখক আহমদ জাকারিয়া নিজের মনের আনন্দ-অনুভূতি প্রকাশ করেন,  তিনি বলেন- 'এটি আমার প্রথম গ্রন্থ, আল্লাহ আমার দ্বারা সিরাতের উপর কিছু কাজ করার তাওফিক দিয়েছেন, তাই মহান আল্লাহর হাজারো শুকরিয়া প্রকাশ করছি। জীবনের প্রথম গ্রন্থ রাসুল সাঃ এর সিরাতের উপর, আমি আশা রখি এর উচিলায় আমি যেন রাসুলের শাফায়াত পেতে পারি, হাউজে কাউসার নসিব হয়। এর দ্বারা মানুষ যদি কিছুটা উপকৃত হয়, তখনই নিজেকে ধন্য মনে করবো। সকলের কাছে দোয়া চাই, সকল ভালো কাজে নিয়ত যেন খালিছ রাখতে পারি।।

 মুক্তস্বর প্রকাশিত তরুণ লেখক আহমদ যাকারিয়ার প্রথম গ্রন্থ "মানবতার নবি মুহাম্মদ"  মুক্তস্বরের আয়োজিত অনুষ্ঠানে  আখেরি মুনাজাত করেন মুফতি আব্দুল্লাহ মায়মুন।

ধর্মচিন্তা বিভাগের আরো খবর