সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রেদোয়ান আহমেদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

একুশে সংবাদ প্রকাশিত: ০১:৩২ পিএম, ২১ মে, ২০২২
ছবি: সংগৃহীত

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক আইনজীবী ফোরামের নেতাকর্মীরা। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এলডিপির আইনজীবীদের সংগঠনগণতান্ত্রিক আইনজীবী ফোরাম এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

বিক্ষোভ সমাবেশে আইনজীবীরা বলেন, দেশে আইনের শাসন ও সুশাসন নেই। গুম-খুন, বিচার-বহির্ভূত হত্যা, জোরপূর্বক স্বীকারোক্তি আদায়, পুলিশি হেফাজতে হত্যা এসব দিন দিন বেড়েই চলছে। দেশের মানুষ এখন আতঙ্কিত। তারা এখন কথা বলতেও ভয় পায়। মানুষের অধিকার আদায়ের দাবি নিয়ে যখন সুপ্রিম কোর্টের আইনজীবী ও এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ মাঠে নেমেছেন তখনই তাকে অন্যায় ভাবে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। তাই আমরা
রেদোয়ান আহমেদসহ ২০ দলীয় জোটের করাবন্দি সকল নেতার নিঃশর্ত মুক্তি চাই।

গণতান্ত্রিক আইনজীবী ফোরামের আহ্বায়ক নূর আলমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশির,অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলালের অ্যাডভোকেট মাহমুদ মোর্শেদ, কে কিউ স্যাকলাইন, ভাইস প্রেসিডেন্ট এ্যাড. খাইরুল কবির পাঠান, মাহে আলম চৌধুরী, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসেম, সহ-দফতর ওমর ফারুক সুমন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খালিদ বিন জসিম, গণতান্ত্রিক কৃষক দলের আহ্বায়ক এবিএম সেলিম, গণতান্ত্রিক আইনজীবি ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিলু, ঢাকা মহানগর উত্তর এলডিপির সদস্য সচিব অবাক হোসেন রনি প্রমুখ।

২০ দলীয় জোটের শরীক দল ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা সাইফুদ্দিন আহমেদ মনি বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন।

 

 

 

একুশে সংবাদ/সা.রা/এস.আই
 

রাজনীতি বিভাগের আরো খবর