সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

গোপালগঞ্জের মুকসুদপুরে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগ নেতা-কর্মীরা

একুশে সংবাদ প্রকাশিত: ০১:৪৮ পিএম, ২ মে, ২০২১

মুকসুদপুর মাঠজুড়ে পাকা ধানের ঘ্রাণ। ফসল তুলে গোলা ভরার আশায় বুক বেধেছেন কৃষক। কিন্তু করোনার প্রাদুর্ভাব ও শ্রমিক সংকটে ধান কেটে ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় তারা।

ঠিক এমনই পরিস্থিতিতে রবিবার (২ মে) দিনব্যাপী কৃষকের মুখে হাসি ফোটাতে মুকসুদপুর উপজেলার বিভিন্ন এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকদের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন৷

জানা গেছে, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি সুজন শেখের নেতৃত্বে অর্ধ শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী এক কৃষকের ১ বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।
সুজন শেখ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক শ্রমিক সংকট দূর করতে কৃষকের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ সহ মুকসুদপুর ছাত্রলীগ। আমরা মুকসুদপুর এর বিভিন্ন মাঠে সারা দিন কৃষকের ধান কেটে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছি। 

উপজেলার ভোমরবালিয়া গ্রামের এক চাষী  বলেন, করোনার প্রাদুর্ভাবে অর্থনৈতিক সমস্যাতে পড়েছিলাম৷ ছাত্রলীগের ভাইয়েরা আমার ও অন্যান্য চাষীদের এমন ক্রান্তিলগ্নে পাশে দাড়িয়েছে৷ তারা বিনা পারিশ্রমিকে আমাদের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন৷ আমরা কৃতজ্ঞ৷

এসময় আরও উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা  ছাত্রলীগের সহ-সভাপতি আজিজুল হক উজ্জ্বল,সহ গ্রন্থ প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান  ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম, শুভ , হৃদয়,জনি আহমেদ , বাধন,মাছুদ, জোবায়ের, , আক্তার হোসেন, রুবেল, জুয়েল সরদার, রুবেল প্রমুখ।

 

একুশে সংবাদ/আ/ব

রাজনীতি বিভাগের আরো খবর