সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

হজের বিমান ভাড়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী

একুশে সংবাদ প্রকাশিত: ১০:২২ পিএম, ২ এপ্রিল, ২০২৩

হজযাত্রীদের বিমান ভাড়া কমিয়ে হজ প্যাকেজ পুনঃনির্ধারণের বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে এজেন্সী মালিকদের সংগঠন ‘হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)’। একই সঙ্গে বিমান ভাড়া নির্ধারণে এভিয়েশন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি স্বতন্ত্র টেকনিক্যাল কমিটি গঠনের প্রস্তাব করেছে করেছে তারা।

 

জবাবে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, আগামী বছর বিমান ভাড়া‌র বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি।

 

রোববার (২  রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে হজ সংক্রান্ত নিউজ সংগ্রহকারী গণমাধ্যমকর্মীদের সংগঠন ‘রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ)’ উদ্যোগে ‘হজ প্যাকেজ-২০২৩ ও ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এমন আশ্বাস দেন তিনি।

 

তবে সেমিনারের বক্তারা বলেছেন, এবারের হজ প্যাকেজে বাড়তি মূল্য ধরায় জনমনে অসন্তুষ্টি সৃষ্টি হয়েছে। যা সরকারের ভাবমূর্তির উপর নেতিবাচক প্রভাব ফেলছে। প্রায় সাত লাখ টাকার প্যাকেজে অন্তত এক লাখ টাকা কমালে সরকারে ভাবমূর্তি উজ্জল হবে।

 

আরআরএফের সভাপতি উবায়দুল্লাহ বাদলের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম ও মহাসচিব ফারুক আহমেদ সরদার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সহ-সভাপতি ও দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার রাশেদুল হাসান। উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দীপ আজাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালিন নোমানীসহ বিভিন্ন ইসলামিক দলের নেতারা।

 

অনুষ্ঠানে সঞ্চালনা করেন আরআরএফের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলু।

 

একুশে সংবাদ/আজ/এসএপি

জাতীয় বিভাগের আরো খবর