সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রাজধানীর তেজগাঁও বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:২৭ পিএম, ১৩ মার্চ, ২০২৩

রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়া বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

 

সোমবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টা ৫২ মিনিটের দিকে আগুন লাগার খবর আসে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে।

 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ তথ্যটি নিশ্চিত করেন।

 

তিনি বলেন, আজ সন্ধ্যা ৭টা ৫২ মিনিটের দিকে আমাদের কাছে খবর আসে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার রোলিং মিল বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩ টি যায়। পরে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের আরও ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে।

 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারিনি। এছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে এমন খবরও আমদের কাছে আসেনি। 

 

একুশে সংবাদ.কম/ন.প.প্র/জাহাঙ্গীর/এসএপি

জাতীয় বিভাগের আরো খবর