সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সপ্তাহজুড়েই সারা দেশে বৃষ্টির সম্ভাবনা

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ৫ মে, ২০২৪

সারা দেশের বিভিন্ন জায়গায় বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারী তাপপ্রবাহ আজ থেকেই শেষ হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তর বলছে, আগামীকাল সোমবার থেকে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টি সপ্তাহজুড়েই অব্যাহত থাকতে পারে।

রোববার (৫ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ রোববারও ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে।

এই সময়ে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং অন্য জায়গায় তা অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল সোমবার থেকে সারা দেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। পাশাপাশি বলা হয়েছে সোমবার থেকেই সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। এই সময়ে বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় জানানো হয়েছে, এই সময়ে সারা দেশে বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা বাড়তে থাকতে পারে। তাপমাত্রাও কমতে পারে।

 

একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা 
 

জাতীয় বিভাগের আরো খবর