সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আজ থেকেই বন্ধ ডিজেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, কাল থেকে এলাকাভিত্তিক লোডশেডিং

একুশে সংবাদ প্রকাশিত: ১২:১৮ পিএম, ১৮ জুলাই, ২০২২

 

জ্বালানী তেলের লোকসান কমাতে ডিজেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো আজ থেকেই বন্ধ রাখা হবে বলে জনিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। 

 

সোমবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় উপস্থিত ছিলেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমেদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন। 

 

সভায় রাত ৮ টার পর থেকে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করতে সংশ্লিষ্ট কর্মকার্তাদের তাগিদ দেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা। 

 

আগামীকাল থেকে এলাকাভিত্তিক লোডশেডিংয়ে যাচ্ছে দেশ। সরকারি-বেসরকারি অফিস ভার্চুয়ালি করারও সিদ্ধান্ত হয়েছে সভায়। 

 

এসময়  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, সপ্তাহে একদিন করে পেট্রোল পাম্পগুলো বন্ধ রাখা হবে। 

 

একুশে সংবাদ.কম/জা.হা

জাতীয় বিভাগের আরো খবর