সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সীতাকুণ্ড অগ্নিকাণ্ড

নিহত ৪১, ৪৫ ঘণ্টা পরও মামলা হয়নি

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ৬ জুন, ২০২২

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে। তবে অগ্নিকাণ্ডের ৪৫ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।

 

সোমবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সীতাকুণ্ডের হতাহতের ঘটনায় এখন পর্যন্ত কারো পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি। ডিপোর আগুনই এখন পর্যন্ত নির্বাপন করা যায়নি।

 

এদিকে আগুন লাগার ৪৫ ঘণ্টা পেরেয়ি গেলেও এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। এখনও কনটেইনার থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।

 

শনিবার (৪ জুন) রাত ৯টার পর ডিপোতে আগুন লাগে ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৪১ জনের নিহত হওয়ার খবর এখনও পর্যন্ত পাওয়া গেছে। আহত হয়েছেন ২০০ জনের বেশি। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৯ জন সদস্য নিহত হয়েছেন।

 

একুশে সংবাদকম/ট.ই.জা.হা

জাতীয় বিভাগের আরো খবর