সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বিমানবন্দরে ৮ দেশের মুদ্রাসহ যাত্রী গ্রেপ্তার

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:২২ পিএম, ৬ জুন, ২০২২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মো. ইয়াছিন মিয়া নামের এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। তার কাছ থেকে আট দেশের বিভিন্ন মুদ্রা জব্দ করা হয়। পরে বিমানবন্দর থানায় মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

রোববার (৫ জুন) রাতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক আহমেদুর রেজা চৌধুরীর নেতৃত্বে অভিযানে ওই যাত্রীকে আটক করা হয়। তিনি ঢাকা থেকে শারজাহগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (ফ্লাইট নং বিজি ৩৫১) যাত্রী ছিলেন।

 

আহমেদুর রেজা চৌধুরী বলেন, ওই যাত্রীর কাছ থেকে ১ হাজার ৬৫০ পাউন্ড, ২ হাজার বাহরাইনের দিনার, ৪০০ মার্কিন ডলার, ৬ হাজার ৩০০ ওমান রিয়াল, ৪০ হাজার সৌদি রিয়াল, ১০০ কুয়েতি দিনার, ৩ হাজার ৩৭৫ আরব আমিরাতের দিরহাম ও ৫৯ হাজার ৬৪০ টাকা উদ্ধার করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় ৩৪ লাখ ৯৮ হাজার টাকা।

 

এ বিষয়ে আহমেদুর রেজা গণমাধ্যমকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যাত্রী নিয়মিত বৈদেশিক মুদ্রা পাচারের বিষয়টি স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে মো. ইয়াছিন মিয়া প্রতি মাসে ৪ থেকে ৫ বার দুবাই-বাংলাদেশ যাতায়াত করার কথা জানান। যাত্রীর সাথে ইউনাইটেড আরব আমিরাতের রেসিডেন্ট আইডেন্টিটি কার্ড পাওয়া যায়। এ ব্যাপারে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

শুল্ক গোয়েন্দা জানায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোপন সংবাদ আসে যে ঢাকা থেকে শারজাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নং বিজি ৩৫১ এর যাত্রী বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাচার করছে। এই তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার একটি দল আন্তর্জাতিক বহির্গমন লাউঞ্জের ৫ নং গেটে অবস্থান নেয়। রোববার রাত ৯টার দিকে সন্দেহভাজন যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে বিমানে ওঠার প্রস্তুতি নিলে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা ইয়াছিন মিয়াকে বিভিন্ন বৈদেশিক মুদ্রাসহ আটক করে।

 

একুশে সংবাদকম/ঢ.প.জা.হা

জাতীয় বিভাগের আরো খবর