সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শিক্ষার্থীদের হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে সংবাদ প্রকাশিত: ০৯:২৮ পিএম, ২৮ নভেম্বর, ২০২১
ফাইল ছবি

আল-আমিন এম তাওহীদ: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের কোনো রকম হয়রানি করা হচ্ছে না। তবে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া গেলে সেক্ষেত্রে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

রবিবার (২৮ নভেম্বর) রাজধানীর উত্তরখানের কাঁচকুড়া শিক্ষা কমপ্লেক্সে মহানগর উত্তরের ৪৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে ‘ত্রি-বার্ষিক সম্মেলন’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বের সঙ্গে ডিউটি করে যাচ্ছেন। অ্যাম্বুলেন্স থেকে শুরু করে জরুরি কোনো যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হলে সেগুলো চলাচলে সহযোগিতা করছে তারা।’

সরকারের উন্নয়নের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন,  ‘বাংলাদেশে খাদ্যসহ কোনো কিছুরই আজ অভাব নেই। সারাদেশের গৃহহীনদের তালিকা করে তাদের বাসস্থানের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’


একুশে সংবাদ/আল-আমিন

জাতীয় বিভাগের আরো খবর