সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড

একুশে সংবাদ প্রকাশিত: ১২:৪৪ পিএম, ৮ মে, ২০২৪

নিজেদের মাঠে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ১-০ গোলে হেরে সেমিফাইনাল থেকেই ছিটকে গেল পিএসজি। ৫০তম মিনিটে একমাত্র গোলটি করেন ম্যাটস হামলেস। দুই লেগ মিলিয়ে ২-০ ব্যবধানে জিতে ১১ বছর পর আবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নিল ডর্টমুন্ড।

১৯৯৭ সালে চ্যাম্পিয়ন্স লিগে ডর্টমুন্ড নিজেদের একমাত্র শিরোপাটি ঘরে তোলে। ফাইনালে তারা  জুভেন্টাসকে হারিয়েছিল।

এদিন নিজেদের মাঠে প্রায় ৭০ শতাংশ বলের দখল রেখে ডর্টমুন্ডের পোস্টে ৩০টি শট নিয়েছিল পিএসজি। এর চারটি ফিরে পোস্টে লেগে। পিএসজির একের পর এক মিসে ৫০তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন হামলেস। কর্নার থেকে আসা বলে  হেডে জাল খুঁজে নেন ৩৫ বছর বয়সী জার্মানি এই ডিফেন্ডার।

সেমিফাইনালে তার চেয়ে বেশি বয়সে গোলের কীর্তি আছে কেবল রায়ান গিগস (৩৭ বছর ১৪৮ দিন, ২০১১ সালে) ও এদিন জেকোর (৩৭ বছর ৫৪ দিন, গত মৌসুমে)।  সেই গোলের আগে-পরে অসাধারণ রক্ষণে পিএসজিকে আটকে দেন তারা। এখন ডর্টমুন্ড অপেক্ষায় ১ জুনের ফাইনালেও হলুদ ঢেউ তোলার।
 

একুশে সংবাদ/এস কে 

খেলাধুলা বিভাগের আরো খবর