সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চালের দাম নিয়ে হইচই, দেশে খাদ্য ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী

একুশে সংবাদ প্রকাশিত: ১২:৪৫ পিএম, ৮ মে, ২০২৪

চালের দাম বেড়ে গেলে জনগণ, আর কমে গেলে কৃষকরা হইচই শুরু করেন উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, জনগণ ও কৃষক হইচই করলেও দেশে কোথাও কোনো খাদ্য ঘাটতি নেই।


বুধবার (৮ মে) রাজধানীর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যালয়ে ৭টি বিভাগে ভ্রাম্যমাণ পরীক্ষাগার হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দেন মন্ত্রী।

তিনি বলেন, ভোক্তা ও সরবরাহকারীর মন পরিষ্কার না হলে পরীক্ষাগার গড়ে তুলে নিরাপদ খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করা সম্ভব নয়।

খাদ্যঘাটতি নিয়ে মন্ত্রী বলেন, দেশে চালের দাম বেড়ে গেলে জনগণ হইচই শুরু করেন। আর কমে গেলে করেন কৃষকরা। তবে দেশে কোনও খাদ্য ঘাটতি নেই।

খাদ্যসচিব ইসমাইল হোসেন জাইকার অর্থায়নে খাদ্যমান নিশ্চিতে দেশের সব বিভাগে পরীক্ষাগার গড়ে তোলার কাজ এগিয়ে নেয়া হচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়ন হলে খাদ্যে ভেজাল ও দূষণ রোধ করা সম্ভব হবে।

 

একুশে সংবাদ/এনএস

জাতীয় বিভাগের আরো খবর