সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

খাগড়াছড়ির এক কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

একুশে সংবাদ প্রকাশিত: ০১:০৬ পিএম, ৮ মে, ২০২৪
লক্ষ্মীছড়ি যতীন্দ্র কার্বারীপাড়ার সরকারি প্রাথমিক কেন্দ্রে ফুটবল প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী অয়ক্রইপ্রু মারমা।

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বুধবার (৮ মে) দুপুর ১২টার দিকে উপজেলার যতীন্দ্র কার্বারীপাড়ার সরকারি প্রাথমিক কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়।

এ দিকে ফুটবল প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী অয়ক্রইপ্রু মারমার অভিযোগ, প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কেন্দ্র দখলের চেষ্টা করা হচ্ছে। ভোটাররা কেন্দ্রে যেতে বাধার সম্মুখীন হচ্ছেন।

জেলা জেলা রির্টানিং কর্মকর্তা কামরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ব্যালট পেপারে জোর করে সিল মারার অভিযোগে এই সিন্ধান্ত নেয়া হয়েছে।

ফুটবল প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী অয়ক্রইপ্রু মারমার অভিযোগের ভিত্তিতে উপজেলার যতিন্দ্র কার্বারীপাড়ার সরকারি প্রাথমিক কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

 

একুশে সংবাদ/স.ট.প্র/জাহা 
 

সারাবাংলা বিভাগের আরো খবর