সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কমিশনার হাজী মো: আলীম উদ্দিন এর ২৫ তম মৃত্যুবার্ষিকী পালিত  

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:০৮ পিএম, ২ মে, ২০২১

সাবেক ৬২ নং ওয়ার্ড বর্তমান ২৬ নং ওয়ার্ড এর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও কমিশনার হাজী মো: আলীম উদ্দিন এর ২৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে লালবাগ চাঁনতারা জামে মসজিদে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে শহীদ হাজী আলীম স্মৃতি সংসদ।শহীদ হাজী আলীম স্মৃতি সংসদের সভাপতি হাসিব উদ্দিন রসি এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক নাফাউল করিম নাফা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রেজাউল কবীর রকি, লালবাগ থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মতিউর রহমান জামাল,বৃহত্তর লালবাগ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরীফ এমদাদ নাঈম, লালবাগ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাকের আহমেদ , শহীদ হাজী আলীম স্মৃতি সংসদের রিয়াজ উদ্দিন রাসেল,জিয়া উদ্দিন রাহাত,আসলাম সরকার,পল্লব ইসলাম,ইমতিয়াজ হোসেন ,মহিউদ্দিন রাফি,আলী নেওয়াজ পাভেল সহ স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

হাজী মো: আলীম লালবাগ ৮নং গলির প্রবেশদ্বারে ,৮ই ফেব্র্রুয়ারী১৯৯৬ ইং বৃহস্পতিবার বিকাল ৪.৪৫মিনিটে ,কতিপয় দুঃস্কৃতকারীর হাতে প্রকাশ্য দিবালকে খুন হন।যা খুবই কষ্টকর ও ন্যাক্কার জনক ঘটনা।পুরান ঢাকা লালবাগের খুব জনপ্রিয় সামাজিক সংগঠন লালবাগ তরুন সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও কমিশনার হাজী মো: আলীম উদ্দিন।বর্তমানে হাজী মো: আলীমের বড় পুত্র হাসিব উদ্দিন রসি নিষ্ঠার সাথে সামাজিক সংগঠন লালবাগ তরুন সংঘের দায়িত্ব পালন করছেন।

ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে ,হাজী মো: আলীম স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু সহ স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।এ সময় একেএম আফজালুর রহমান বাবু বলেন হাজী মো: আলীম এক জন ভাল মানুষ ছিলেন।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক ছিলেন।কমিশনার হাজী মো: আলীম উদ্দিনের মত সৈনিক বাংলার ঘরে ঘরে দরকার,যে কিনা এলাকার উন্নয়নের জন্য কখনও পিছপা হয়নি,উন্নয়নের কাজ করতে গিয়ে নিজের জীবন দিয়েছেন । আমি তার আত্নার মাগফেরাত কামনা করছি।

আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও কমিশনার হাজী মো: আলীম উদ্দিন এর বড় পুত্র সমাজ সেবক,তরুনদের অহংকার হাসিব উদ্দিন রসি একুশে সংবাদকে বলেন আমি জীবিত থাকা অবস্থায় বাবার স্বপ্ন পূরনে, নিজেকে নিয়োজিত রাখব। বাবার স্বপ্ন পূরনে কখনও পিছপা হব না।প্রয়োজন হলে বাবার মত নিজের জীবনকে উৎসর্গ করব।লালবাগের মানুষের দিকে তাকালে আমি ,আমার বাবাকে দেখতে পাই।তাই লালবাগের মানুষের সাথে ,আমি মিশে আমার বাবার আত্নাকে শান্তি দিতে চাই।এই করোনাকালে আমি লালবাগবাসীর সাথে ছিলাম,আছি,মৃত্যু পর্যন্ত থাকব।

 

একুমে সংবাদ/রা/ব

জাতীয় বিভাগের আরো খবর