সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

দেশে প্রথম টিকা নিলেন নার্স রুনু কস্তা 

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৩১ পিএম, ২৭ জানুয়ারি, ২০২১

বাংলাদেশে প্রথম করোনার টিকা নিলেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরুনিকা কস্তা। আজ বুধবার বিকেল চারটার দিকে তিনি এই টিকা গ্রহন করেন। 

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে যুক্ত হয়ে টিকা প্রয়োগ কার্যক্রম উদ্বোধন করেন ।

এ সময় টিকা নেন স্বাস্থ‌্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানাসহ আরও কয়েকজন। 

বিকেল চারটার কিছু পর কুর্মিটোলা হাসপাতালের সিনিয়র নার্স মিজ কস্তাকে টিকা প্রদানের মধ্যে দিয়ে কর্মসূচী শুরু হয়।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিজ কস্তার সাথে কুশল বিনিময় করেন।শেখ হাসিনা মিজ কস্তাকে জিজ্ঞাসা করেন, "ভয় পাচ্ছ না তো"।উত্তরে মিজ কস্তা বলেন, "জ্বি না"।

পরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আরো চারজনকে টিকা প্রদান করা হয়। এদের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক নাসিমা সুলতানা-সহ আরো একজন ডাক্তার, একজন পুলিশ কর্মকর্তা এবং একজন সেনা কর্মকর্তা ছিলেন।

আজ কর্মসূচীর উদ্বোধনী দিনে মোট ২৫ জন মানুষকে টিকা প্রদান করা হবে

এদের মধ্যে ডাক্তার, নার্স, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিক এবং আরো কয়েকটি পেশার মানুষ রয়েছে। 

যে টিকাটি তাদের দেয়া হচ্ছে, সেটি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আবিষ্কৃত এবং ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত কোভিশিল্ড নামের টিকা।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আগামীকাল থেকে কয়েকদিন ধরে ঢাকার চারটি হাসপাতালে ৫০০ মানুষকে পরীক্ষামূলকভাবে টিকা প্রদান করা হবে। জানা গেছে এরা সবাই স্বাস্থ্যকর্মী।এই মানুষগুলোকে এরপর থেকে পর্যবেক্ষণে রাখা হবে।

বাকী তিনটি হাসপাতাল হচ্ছে  : উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

আর সারাদেশে টিকাদান কর্মসূচী শুরু হবে আগামী ৮ই ফেব্রুয়ারি থেকে।

একুশে সংবাদ/এস/এস

জাতীয় বিভাগের আরো খবর