সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

এবার বাংলাদেশকে টিকা উপহার দিতে যাচ্ছে চীন!

একুশে সংবাদ প্রকাশিত: ১০:২২ এএম, ২২ জানুয়ারি, ২০২১

গতকাল (২১ জানুয়ারি) ভারত সরকার থেকে উপহার হিসেবে বাংলাদেশে ২০ লক্ষ ডোজ করোনা টিকা পেয়েছে। এই কোভিশিল্ড ভ্যাকসিন টিকার মাধ্যমেই বাংলাদেশ প্রথম কোনো করোনা টিকা পেলো। এদিকে শোনা যাচ্ছে খুব শীঘ্রই চীনের আনুই জিফেই নামের একটি প্রতিষ্ঠান বাংলাদেশকে করোনার টিকা উপহার হিসেবে দেবে। এমনকি বাংলাদেশে টিকার উৎপাদন হবে বলেও জানা যায়।    

গত বছরেরই সেপ্টেম্বরে আনুই জিফেই নিজেদের টাকায় বিএসএমএমইউর সঙ্গে করোনার টিকা পরীক্ষার প্রস্তাব দেয়। পরীক্ষা সফল হলে তারা বাংলাদেশে টিকার গবেষণার পাশাপাশি টিকা উৎপাদনের কারখানা স্থাপনেরও কথা বলে ওই প্রস্তাবে। এসব বিষয়ে চূড়ান্ত আলোচনার জন্য প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট দু-এক দিনের মধ্যে ঢাকায় আসছেন।

বেইজিং থেকে গত মঙ্গলবার প্রতিষ্ঠানটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা মুঠোফোনে দেশের শীর্ষ গণমাধ্যমকে জানান, টিকা পরীক্ষা সফলভাবে শেষ হওয়ার পর বাংলাদেশে যে টিকা উৎপাদিত হবে, তার একাংশ মুজিব বর্ষের উপহার হিসেবে পাবে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠী।

সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্তের পর চলতি মাসের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) টিকা পরীক্ষার প্রস্তাবে সম্মতি জানিয়ে আনুই জিফেইকে চিঠি দেয়।

বিএসএমএমইউর উপাচার্য কনক কান্তি বড়ুয়া বলেন, ‘আমরা এরই মধ্যে আনুই জিফেইয়ের সঙ্গে গবেষণায় যুক্ত হওয়ার বিষয়ে সম্মতি জানিয়ে চিঠি দিয়েছি। এখন তাদের প্রতিনিধিদল এসে কীভাবে কাজ করবে এ বিষয়টি বিস্তারিতভাবে ঠিক করবে। আগামী তিন-চার দিনের গবেষণা প্রটোকল (পরীক্ষাবিধি) চূড়ান্ত করা হবে বলে আশা করছি।’

এর আগে চীনের টিকা উদ্ভাবন ও প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিনোভ্যাক তাদের টিকার পরীক্ষার প্রস্তাব দিয়েছিল। কিন্তু পরীক্ষায় অর্থায়ন-জটিলতায় সেই উদ্যোগ এগোয়নি।

একুশে সংবাদ/অমৃ

জাতীয় বিভাগের আরো খবর