সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে গাজীপুরে সমাবেশ ও মানববন্ধন

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:৪২ পিএম, ২৩ ফেব্রুয়ারি, ২০২১

নোয়াখালীতে সাংবাদিক হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা শাখা প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে।

মঙ্গলবার সকাল ১১টায়  সিনিয়র সাংবাদিক এ কে এম রিপন আনসারীর সভাপতিত্বে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ওই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমবেশে বক্তব্য রাখেন, জাতীয় বীর ‍মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, জাতীয় বীর মুক্তিযোদ্ধা ও গাজীপুর জেলা প্রেসক্লাবের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক খন্দকার মোঃ হাছিবুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা শাখার সভাপতি মুছা খান রানা, গাজীপুর জেলা রিপোটার্স ক্লাবের কার্যকরী সভাপতি মোঃ আকরাম হোসেন, মোস্তাকিম, গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূইয়া, গাজীপুর জেলা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম এ ফরিদ, গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, গাছা প্রেসক্লাবের সাংগঠকি সম্পাদক আশরাফুল আলম মন্ডল, কালিাকৈর প্রেসক্লাবের পক্ষে নির্বাহী সদস্য মহসিন মোল্লাহ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গাজীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাযহারুল ইসলাম রবীন, গাজীপুর জেলা বিএমএসএফ’র আহবায়ক কমিটির সদস্য টিটু কান্তিকর, মোঃ হাসান আলী প্রমূখ।

কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও সংহতি প্রকাশ করেন। সাংবাদিকরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ উদ্ধার এবং ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান। এছাড়া মুজাক্কিরের লাশ নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের রাজনীতিরও তীব্র নিন্দা জানিয়েছেন তারা।

উল্লেখ্য গত শুক্রবার বিকালে নোয়াখালীর কাম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হন মুজাক্কির। শনিবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত সাংবাদিক মুজাক্কির উপজেলার চরফকিরা ইউনিয়নের নোয়াব আলী মাস্টারের ছেলে। তিনি নোয়াখালী সরকারি কলেজ থেকে সম্প্রতি রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স শেষ করেন। মুজাক্কির দৈনিক বাংলাদেশ সমাচার ও অনলাইন পোর্টাল বার্তা বাজারের প্রতিনিধি ছিলেন।

একুশেসংবাদ/ কবীর/অমৃ

গণমাধ্যম বিভাগের আরো খবর