সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব ২৭-২৯ জানুয়ারি

একুশে সংবাদ প্রকাশিত: ০৯:৩০ পিএম, ২৬ জানুয়ারি, ২০২৩

বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার আয়োজনে শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ২৭ থেকে ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব।

 

উৎসবের দ্বিতীয় দিনে আয়োজকরা নতুন প্রজন্মের প্রতিভাবান রবীন্দ্রসংগীত শিল্পীদের হাতে তুলে দেবেন ‘কলিম শরাফী স্মৃতি পুরস্কার ১৪২৯’।

 

রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার সভাপতি সাজেদ আকবরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকবুল হোসেনের সঞ্চালনায় শুক্রবার বিকেল ৫টায় উৎসব উদ্বোধন করবেন সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি। তথ্য ও সম্প্রচার সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ নেবেন।

 

একক ও দলীয় সংগীতানুষ্ঠান এবং আবৃত্তি দিয়ে সাজানো উৎসবটি প্রতিদিন বিকেল ৫টা থেকে সবার জন্য উন্মুক্ত রয়েছে বলে জানান আয়োজক সংস্থার সভাপতি ও জাতীয় সংসদের প্রয়াত উপনেতা বেগম সাজেদা চৌধুরীর ছেলে সাজেদ আকবর।

 

একুশে সংবাদ.কম/জা/সা’দ

সাহিত্য বিভাগের আরো খবর