সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

‍‍`মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন বাংলাদেশের উন্নয়ন‍‍` বইয়ের মোড়ক উন্মোচন

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ৩১ ডিসেম্বর, ২০২২

কুড়িগ্রামের উলিপুরে ‍‍`মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন বাংলাদেশের উন্নয়ন‍‍`

বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে।

 

 শনিবার (৩১ ডিসেম্বর) বেলা ১২টায় উলিপুর প্রেসক্লাবের হলরুমে বইয়ের মোড়ক উন্মোচন করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন। ১৬০ পৃষ্ঠার ‍‍`মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন বাংলাদেশের উন্নয়ন‍‍` বইয়ের লেখক জেসমিন আক্তার বৈশাখী। বইটি প্রকাশিত হয়েছে ছায়া প্রকাশন থেকে।

 

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম বিটুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উলিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সাঈদ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উলিপুর পৌর মেয়র মামুন সরকার।

 

 অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এ টি এন বাংলা টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ইউসুফ আলমগীর, সিনিয়র সাংবাদিক মোন্নাফ আলী, আব্দুল মালেক, সহিদুল আলম বাবুল, সাংবাদিক সাজাদুল ইসলাম, স্থানীয় কবি সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তি বর্গসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ বক্তব্য রাখেন, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার সরকার ভকত, লেখক জেসমিন আক্তার বৈশাখী ও সাংবাদিকবৃন্দ।

 

উল্লেখ্য, জেসমিন আক্তার বৈশাখী‍‍`র ইতিমধ্যে ‍‍`মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন বাংলাদেশের উন্নয়ন‍‍` বইটিসহ চোখের জল উপহার দিয়েছ আমাকে, দিন কাটেনা ভালো সময়টুকু গেছে হারিয়ে, বাস্তব জীবনটা বড় কঠিন, রাজকন্যার অহংকার, এ যুগের ভালোবাসা স্বার্থপর, বেদনা হত, চন্দ্রীমারাতে এই আটটি বই প্রকাশ পেয়েছে। এছাড়াও আরো সাতটি বই প্রকাশিত হতে যাচ্ছে।

 

একুশে সংবাদ.কম/কা.সা.প্রতি/সা’দ

সাহিত্য বিভাগের আরো খবর