সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

খুব ইচ্ছে ছিল

একুশে সংবাদ প্রকাশিত: ০২:৩৫ পিএম, ৬ ফেব্রুয়ারি, ২০২১

আমার খুব ইচ্ছে ছিল,
তোমাকে নিয়ে একদিন মনপুরা দখিনা হাওয়া সী বিচে  যাবো।
সেখানে দু'জনে -দু'জনার হাত ধরে নদীর  তীরে তীরে হাটবো।
নদীর বৃক্ষ থেকে জলে জলে শব্দ তুলে রাখবো তোমার লাজুক চঞ্চুতে।
কতযে মধুর সময় কাটতো দু'জনের।

আমার খুব ইচ্ছে ছিল,
তোমাকে নিয়ে সমুদ্রজলে স্নান করবো,
তুমি আমার দিকে সমুদ্রজল ছুড়ে মারবে আর আমি তোমাকে জলে তাড়া করে বেড়াবো।
জলবদ্ধ আমার শীতল চোখ গুলোকে তাপ দিবে তোমার দু'চোখে।

আমার খুব ইচ্ছে ছিল,
স্নান শেষে শীতার্থ শরীরে তোমাকে পাশে নিয়ে পুঁচকা খাওয়ায় মেতে উঠবো।
উপভোগ করবো পুরোটা সময়
সন্ধ্যা ঘনিয়ে এলে দু'জনে একেই সাথে বাড়ি ফিরবো।

আমার খুব ইচ্ছে ছিল
তুমি আমার রাজা হবে,
আমি হব তোমার মনের রানী
আজ আমি তোমার মনের রানী হয়ে পেলাম তোমার সাম্রাজ্য।
আমাদের সবই ঠিক আছে
তবে শত ব্যস্ততার দোহায় দিয়ে,
আজ আমাকে করেছো নিঃস্ব
তাই তো আমার ইচ্ছে গুলো আজ ও ইচ্ছে রয়ে গেলো।

লেখক-রুপা ইসলাম

একুশে সংবাদ/ ই.সু /এস

সাহিত্য বিভাগের আরো খবর