সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

তরমুজ দুধের মজার শরবত যেভাবে বানাবেন

একুশে সংবাদ প্রকাশিত: ১১:২৪ এএম, ১৫ মে, ২০২২
ছবি: সংগৃহীত

মিষ্টি তরমুজ দিয়ে মজাদার শরবত বানিয়ে ফেলতে পারেন।দুধ ও তরমুজের এই শরবত যেমন খেতে সুস্বাদু, তেমনি পুষ্টিগুণেও অনন্য।জেনে নিন তরমুজ দুধের মজাদার শরবত রেসিপি-

১ লিটার দুধ ফুটিয়ে ঠান্ডা করে নিন।আধা কাপ রুহ আফজা সিরাপ মেশান দুধে।দুই কাপ টুকরো করা তরমুজ মিশিয়ে ব্লেন্ড করে নিন।ভিজিয়ে রাখা চিয়া সিড গ্লাসে দিয়ে ঢেলে নিন শরবত।বরফ ও টুকরো করা তরমুজ দিয়ে পরিবেশন করুন মজাদার শরবত। 

 

 

একুশে সংবাদ/বা.ট্রি/এস.আই

লাইফস্টাইল বিভাগের আরো খবর