সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমানসহ তিনজনকে আত্মসমর্পণের নির্দেশ

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:১৪ পিএম, ২১ মার্চ, ২০২৪

অর্থ আত্মসাতের ঘটনায় ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যানের মেয়ে ও গ্রুপের বর্তমান সিইও সিমিন রহমান এবং বর্তমান চেয়ারম্যান মা শাহনাজ রহমানসহ তিনজনকে দেশে প্রবেশের ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশেন চেম্বার আদালত।

বৃহস্পতিবার (২১ মার্চ) আদালত এই নির্দেশ দেন।

কোম্পানির সম্পত্তি ও শেয়ার-সংক্রান্ত বিরোধের জেরে ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমানের মেয়ে শাযরেহ হক তার বড় বোন, ট্রান্সকম গ্রুপের বর্তমান সিইও সিমিন রহমান এবং গ্রুপের বর্তমান চেয়ারম্যান, তাদের মা শাহনাজ রহমানসহ ট্রান্সকমের আট কর্মকর্তার বিরুদ্ধে তিনটি মামলা করেছেন।

সিমিন রহমান বিশ্বাসভঙ্গ, জালিয়াতি ও দলিল জাল-জালিয়াতির মাধ্যমে ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যানের মেয়ে শাযরেহ হক ও তার প্রয়াত ভাই আরশাদ ওয়ালিউর রহমানকে ১০ হাজার কোটি দাবি করা পারিবারিক সম্পত্তির থেকে বঞ্চিত করার অভিযোগে এই মামলা করেন শাযরেহ।


একুশে সংবাদ/চ.ট/জাহা

 

আইন আদালত বিভাগের আরো খবর