সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরির বিশ্বরেকর্ড

একুশে সংবাদ প্রকাশিত: ০২:১০ পিএম, ৯ মে, ২০২৪

শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু গত এপ্রিলে পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯৫ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেছিলেন। যা আন্তর্জাতিক ওয়ানডেতে নারীদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের রেকর্ড ছিল। এবার শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন করার পথে আরেকটি শতরানের ইনিংস খেললেন আতাপাত্তু। সেই সঙ্গে সবচেয়ে বেশি বয়সে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ডও গড়লেন তিনি। 

মঙ্গলবার রাতে আবুধাবিতে বাছাইপর্বের ফাইনালে স্কটল্যান্ডের বিপক্ষে ফাইনালে চামারি ৬৩ বলে ১০২ রানের অনবদ্য ইনিংস খেলেছেন। যেখানে তিনি ১৩ চারের পাশাপাশি চারটি ছক্কাও হাঁকান।  মেয়েদের টি-২০ ফরম্যাটে সবচেয়ে বেশি বয়সে শতরানের নজিরও গড়লেন তিনি।

সংবাদমাধ্যম টাইমস নাও-এর মতে, ৩৪ বছর ৮৮ দিন বয়সে এই কীর্তি গড়েছেন তিনি। ভেঙে দিয়েছেন তানজানিয়ার ফাতুমা কিবাসুর রেকর্ড। কাতারের বিরুদ্ধে কিবাসু ৩৩ বছর ৩৭ দিন বয়সে শতরান করেছিলেন।

আতাপাত্তু শ্রীলংকার হয়ে ১৩১টি টি-২০তে ২ হাজার ৯৫৭ রান করেছেন। দু’টি শতরান এবং ৪৮টি উইকেটও রয়েছে। ১০১টি ওয়ানডে ম্যাচে ৯টি শতরান এবং ১৬টি অর্ধশতরানসহ ৩ হাজার ৫১৩ রান রয়েছে।

 

একুশে সংবাদ/এস কে    

খেলাধুলা বিভাগের আরো খবর