সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জন্ম নিলো শিশু (ভিডিও)

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ৭ ফেব্রুয়ারি, ২০২৩

ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়া। আর সেই ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। ওই নবজাতককে এখন ‘অলৌকিক’ বলা হচ্ছে। ওই শিশুকে উদ্ধারের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছে আল জাজিরা।

 

পোস্ট করার পর সেই ভিডিও ইতোমধ্যে অনলাইনে ছড়িয়ে পড়েছে।

 

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, একজন উদ্ধারকারী নবজাতকটিকে দুই হাত দিয়ে ধরে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন।

 

ওই নবজাতককে উদ্ধারের একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন হোসাং হাসান নামের এক সিরীয় সাংবাদিক।

 

তিনি লিখেছেন, ধ্বংসস্তূপ থেকে এক প্রসূতিকে উদ্ধারের সময় শিশুটির জন্ম হয়।

 

একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, ধ্বংসস্তূপের মধ্যে পাওয়া নবজাতকের এই দৃশ্য তিনি ভুলতে পারছেন না। এই মর্মান্তিক ভূমিকম্পে তার হৃদয় ব্যথিত। সিরিয়ার কোথায় ওই শিশুটির জন্ম হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

 

প্রসঙ্গত, সোমবার (৬ ফেব্রুয়ারি) সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তুরস্কের স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে ভূমিকম্পটি হয়। ভূমিকম্পটির কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানটেপ শহরের কাছে। এতে এখন পর্যন্ত ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

 

একুশে সংবাদ.কম/চ.ট.প্র/জাহাঙ্গীর

আন্তর্জাতিক বিভাগের আরো খবর