সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভারতে ভূমিকম্প অনুভূত

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:০৬ পিএম, ২৪ জানুয়ারি, ২০২৩

ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি-সহ উত্তর ভারতের একাংশ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-র একটি সূত্র জানাচ্ছে, মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরের এই ভূমিকম্পের ছিল মাত্রা রিখটার স্কেলে প্রায় ৫.৮।

 

স্থানীয় সূত্রের খবরে জানা যায়, ভূমিকম্পের স্থায়িত্ব ছিল প্রায় ২৫ সেকেন্ড। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

স্থানীয় সূত্রের খবর, ভূমিকম্পের রেশ ছিল প্রায় ২৫ সেকেন্ড। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

দিল্লির পাশাপাশি মঙ্গলবার উত্তরপ্রদেশের নয়ডা, গাজিয়াবাদের ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়।

 

দিল্লির পাশাপাশি আজ উত্তরপ্রদেশের নয়ডা, গাজিয়াবাদের ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়।

 

এসিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপাল এবং চিন অধিকৃত তিব্বতের সীমান্তে। ফলে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে।

 

ভূমিকম্পের জেরে বেশ কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানী দিল্লিতে এবং তার আশপাশের এলাকায়। আতঙ্কিত দিল্লিবাসীদের অনেকে বাড়ি, অফিস থেকে রাস্তায় বেরিয়ে আসেন। একই চিত্র দেখা গেছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ হরিয়ানাসহ উত্তর ভারতের কিছু রাজ্যে।

 

প্রসঙ্গত, ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি। রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিল প্রায় ৬.৩।

 

সূত্র : আনন্দবাজার

 

একুশে সংবাদ.কম/জাহাঙ্গীর

 

 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর