সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

দাম কমলো ভোজ্যতেলের

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:০৯ পিএম, ২৩ মে, ২০২২

 

পেট্রলের পর এবার ভোজ্যতেলের দাম কমলো ভারতে। গত সপ্তাহে ইন্দোনেশিয়া পাম তেল রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণার পর থেকেই ভারতে ভোজ্যতেলের দাম কমতে শুরু করছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশটিতে প্রায় সব ধরনের তেলের দামই উল্লেখযোগ্য হারে কমতে দেখা গেছে।

 

সোমবার (২৩ মে) ভারতের একাধিক সংবাদমাধ্যম থেকে জানা যায়, গত সপ্তাহে দেশটিতে বেশিরভাগ তেলবীজের দাম কমেছে। ফলে কাচি ঘানি সরিষার তেলের দাম কমেছে প্রতি টিনে (১৫ কেজি) ৪০ রুপি। এছাড়া সয়াবিনের দাম কমেছে লিটারপ্রতি চার থেকে পাঁচ রুপি।

 

দেশটিতে অপরিশোধিত পাম তেলের দাম প্রতি কুইন্টালে (১০০ কেজি) ৫০০ রুপি কমে ১৪ হাজার ৮৫০ রুপি হয়েছে। দিল্লিতে পামোলিনের দাম প্রতি কুইন্টালে (১০০ কেজি) ৬০০ রুপি কমে ১৬ হাজার ৩৫০ এবং কান্দলায় ৫২০ রুপি কমে ১৫ হাজার ২০০ রুপিতে দাঁড়িয়েছে।

 

এছাড়া এক সপ্তাহের ব্যবধানে ভারতে বাদাম তেলের দাম প্রতি টিনে (১৫ কেজি) ২৫ রুপি কমে ২ হাজার ৬২৫ থেকে ২ হাজার ৮১৫ রুপি বিক্রি হচ্ছে।

 

একুশেসংবাদকম/জ.ন.জা.হা

আন্তর্জাতিক বিভাগের আরো খবর