সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভারতে ৮১ দিন পর সংক্রমণ ৬০ হাজারের নিচে 

একুশে সংবাদ প্রকাশিত: ১১:১৭ এএম, ২০ জুন, ২০২১

দীর্ঘ ৮১ দিন পর ভারতে ২৪ ঘণ্টায় ৬০ হাজারের নিচে নেমেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, একদিনে আক্রান্তের সংখ্যা ৫৮ হাজার ৪১৯। একই সময়ে মারা গেছে ১ হাজার ৫৭৬ জন।

অপরদিকে, দৈনিক সুস্থতার সংখ্যা অনেকটাই বেড়ে গেছে। একদিনে করেনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭ হাজার ৬১৯ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৮৭ লাখ ৬৬ হাজার ৯ জন।

দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৮ লাখ ৮১ হাজার ৯৬৫। এর মধ্যে মারা গেছে ৩ লাখ ৮৬ হাজার ৭১৩ জন। গত কয়েকদিনে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। 

একুশে সংবাদ/তাশা

আন্তর্জাতিক বিভাগের আরো খবর