সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জলবায়ু সংকট মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র -মিলার

একুশে সংবাদ প্রকাশিত: ০২:৪৩ পিএম, ১০ এপ্রিল, ২০২১

জলবায়ু বিষয়ে প্রেসিডেন্টের বিশেষ দূত জন কেরির সাথে ঢাকায় বাংলাদেশ সরকারের নেতৃবৃন্দ ও আন্তর্জাতিক অংশীদারদের সাক্ষাতে জলবায়ু সংকট বিষয়ে আলোচনার আয়োজন করেন রাষ্ট্রদূত মিলার। জলবায়ু কার্যক্রমে উল্লেখযোগ্য বিনিয়োগ করা এবং নাজুক জনগোষ্ঠীর মধ্যে অভিযোজন ও সহিষ্ণুতা বাড়াতে অর্থ যোগানসহ বাংলাদেশের ন্যায় সর্বোচ্চ দুর্বল দেশগুলোকে যুক্তরাষ্ট্র কর্তৃক সহায়তা দেয়ার অভিপ্রায় বিষয়ে আলোকপাত করেন সেক্রেটারি কেরি। 

 “জলবায়ু পরিবর্তন মোকাবেলায়, আন্তর্জাতিক প্রচেষ্টা গ্রহণে নেতৃত্বদানকারী গুরুত্বপূর্ণ দেশ, বাংলাদেশের সাথে অংশীদারিত্বকে যুক্তরাষ্ট্র যে বিশেষ গুরুত্ব দিয়েছে তারই নিদর্শন সেক্রেটারি কেরির এই সফর। বিশ্বব্যাপী জলবায়ু সংকট মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা প্রদান অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।” - রাষ্ট্রদূত মিলার।

একুশে সংবাদ/রা/আ

আন্তর্জাতিক বিভাগের আরো খবর