সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

‘আমেরিকাই নতিস্বীকার করবে, নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাধ্য হবে’

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ১ মার্চ, ২০২১

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে তাদের চাপ ও নিষেধাজ্ঞার ব্যর্থতা স্বীকার করেছে, এটা আমাদের জন্য অনেক বড় বিজয়। তিনি আজ (সোমবার) কয়েকটি তেল ও গ্যাস প্রকল্প উদ্বোধনের সময় এ কথা বলেন।

রুহানি জনগণের উদ্দেশে বলেন,‘ইরানের সব অর্জনের পেছনে রয়েছে আপনাদের ঈমানি শক্তি, প্রত্যয় ও দৃঢ়তা।’ আমেরিকাই ইরানি জাতির মোকাবেলা নতিস্বীকার করে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বাধ্য হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন,আমেরিকার নয়া সরকার এ পর্যন্ত চার বার স্বীকার করেছে যে তাদের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে। এটা ইরানি জাতির জন্য বড় বিজয়। কারণ যারা নিষেধাজ্ঞা আরোপ করেছিল তারাই নিজের মুখে স্বীকার করছে তাদের নিষেধাজ্ঞায় কাজ হয়নি।

আজ ইরানের প্রেসিডেন্ট ভিডিও লিঙ্কের মাধ্যমে পশ্চিম ও দক্ষিণের দুটি বিশাল তেল-গ্যাস প্রকল্প উদ্বোধন করেছেন। এর একটি প্রকল্পের আওতায় প্রতিদিন ৬৫ হাজার ব্যারেল খনিজ তেল উত্তোলন করা সম্ভব হবে।

একুশেসংবাদ/অমৃ

আন্তর্জাতিক বিভাগের আরো খবর