সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কয়েকটি পাক খেয়ে গাড়ি খাদে , বেঁচে আছে উডস

একুশে সংবাদ প্রকাশিত: ১১:৪৪ এএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২১

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ভয়াবহ এক গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন কিংবদন্তি গলফার টাইগার উডস। মঙ্গলবার রাতে তার অস্ত্রোপচার করা হয়।

এর আগে পিঠে তার অস্ত্রোপচার করা হয়েছিল। ধাক্কা সামলে উঠতে না উঠতে আবার হাসপাতালে যেতে হলো তাকে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সকাল ৭টার দিকে রোলিং হিলস এস্টেট সীমান্তে দুর্ঘটনার কবলে পড়েন টাইগার উডস। তবে কোনো গাড়ির সঙ্গে ধাক্কা বা সংঘর্ষের ঘটনা ঘটেনি। উডসের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ছিটকে পড়ে। তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন।


মঙ্গলবার  লস অ্যাঞ্জেলসের রোলিং হিলস এস্টেট ও র‌্যাঞ্চো পালোসা ভার্দাস সীমান্তে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন উডস। তাঁর গাড়িটি রাস্তা দিয়ে যাওয়ার সময় বাঁক নেওয়ার পর আচমকা ঘুরে যায়। কয়েকটি পাক খেয়ে সেটি খাড়া রাস্তা থেকে খাদে পড়ে যায়। 

লস অ্যাঞ্জেলস কাউন্টি ফায়ারফাইটার্স এবং প্যারামেডিকস জানিয়েছে, তারা ‘জস অফ লাইফ’পদ্ধতির সাহায্যে গাড়িটির ভেতর থেকে উডসকে উদ্ধার করেন।


একুশে সংবাদ/ ড / এস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর