সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভারতে করোনার টিকা উৎপাদনকারী কারখানায় আগুন

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৪১ পিএম, ২১ জানুয়ারি, ২০২১

পুনেতে ভারতের করোনার টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউটে বিধ্বংসী আগুন লেগেছে। বৃহস্পতিবার দুপুরে হঠাৎই আগুন লাগে। আগুনের গ্রাসে পড়ে গোটা ইনস্টিটিউট জুড়ে ছড়ায় তীব্র আতঙ্ক। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। 

ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দশটি ইঞ্জিন। ভারতের গণমাধ্যমে মিলেছে স্বস্তির খবর, সুরক্ষিত রয়েছে মজুত কোভিশিল্ড ভ্যাকসিন। সিরাম ইনস্টিটিউটেই তৈরি হচ্ছে করোনারোধী ভ্যাকসিন কোভিশিল্ড। যে জায়গাটিতে ভ্যাকসিন তৈরি হচ্ছে, তার ধারেকাছেও পৌঁছতে পারেনি আগুন।

ভারতের বহুল পঠিত গণমাধ্যম এই সময় জানিয়েছে, আগুন এখন নিয়ন্ত্রণে আসেনি। তবে প্রশাসনিক ভবন অনেকাংশেই ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগা অংশে এক ব্যক্তি এখনও আটকে আছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যলয় ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার তত্ত্বাবধানে করোনার টিকা কোভিশিল্ড তৈরি করছে সেরাম। এই মুহূর্তে ভারত ও প্রতিবেশী দেশগুলোতে বিপুল পরিমাণে কোভিশিল্ড টিকা সরবরাহের প্রক্রিয়া শুরু হয়েছে। 

এদিকে, আজই ভারত থেকে বাংলাদেশে উপহার হিসেবে এসেছে ২০ লক্ষ ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন।                          
 
একুশে সংবাদ/ অমৃ

আন্তর্জাতিক বিভাগের আরো খবর