সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পুঁজিবাজারে ২০২৫ সালের মধ্যে ডেরিভেটিভ পণ্য চালু হচ্ছে

একুশে সংবাদ প্রকাশিত: ০১:৪৮ পিএম, ৭ মে, ২০২৪

পুঁজিবাজারে আগামী ২০২৫ সালের মধ্যে ডেরিভেটিভ পণ্য চালু করার কথা জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত ‍‍`ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস অব এক্সচেঞ্জ ট্রেডেড প্লাটফর্ম-এম‍‍` শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিএসইসি কমিশনার আবদুল হালিম এ কথা বলেন।

‍‍`ডেরিভেটিভ‍‍` হল এমন একটি আর্থিক চুক্তি যার মূল্য অন্য কিছুর উপর ভিত্তি করে তৈরি করা হয়। বিশেষ করে, আর্থিক ডেরিভেটিভ শব্দটি এমন একটি নিরাপত্তা বোঝায় যার মূল্য অন্য একটি সম্পদের মূল্য দ্বারা নির্ধারিত বা সংগ্রহ করা হয়।

দুই দিনের কর্মশালায় যোগ দিয়ে গত শনিবার শেষ দিনে আবদুল হালিম আরও বলেন, অর্থনীতির পরিবর্তন অনুযায়ী আমাদের ভূমিকার পরিবর্তন হওয়া উচিত। তিনি বলেন, আমি আশাবাদী ২০২৫ সালের মধ্যে পুঁজিবাজারে ডেরিভেটিভ পণ্য চালু হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিএসই’র মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক মো. ছামিউল ইসলাম।

 

একুশে সংবাদ/ই.ফ.প্র/জাহা

 

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর