সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

করোনায় একদিনে ১২শ’ মার্কিনির মৃত্যু 

একুশে সংবাদ প্রকাশিত: ১১:১৫ এএম, ২৯ নভেম্বর, ২০২০

করোনা ভাইরাসে নতুন করে আরও ১২শ’ মার্কিনির মৃত্যু হয়েছে।
এতে আজ মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ৭২ হাজার ছাড়িয়েছে। এছাড়া প্রায় আরও দেড় লাখ করোনা রোগী শনাক্ত হয়েছে।তবে পিছিয়ে সুস্থতার হার। 

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

ওই পরিসংখ্যানের তথ্য থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৪৩ হাজার ৩৭৩ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১ কোটি ৩৬ লাখ ১০ হাজার ৩৫৭ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ১ হাজার ২১৬ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ২ লাখ ৭২ হাজার ২৫৪ জনে ঠেকেছে। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন প্রায় ৯৬ হাজার। এতে করে সুস্থতার সংখ্যা ৮০ লাখ ৪১ হাজার ২৩৯ জনে পৌঁছেছে।

চলতি বছরের ২১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের শিকাগোরের এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি। 

একুশে সংবাদ /য/এস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর