সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভারতে ৩৫০০ অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা গুগলের

একুশে সংবাদ প্রকাশিত: ১০:১৭ পিএম, ৩০ এপ্রিল, ২০২৩

ভারতে তিন হাজার ৫০০ ঋণ-অ্যাপকে ‘নিষিদ্ধ’ করেছে গুগল। প্লে স্টোরের নীতি লঙ্ঘন করায় গুগল এ সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে।  

 

এক ব্লগ পোস্টে গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২২ সালে ভারতে তিন হাজার ৫০০’র বেশি ব্যক্তিগত ঋণ-অ্যাপ প্লে স্টোরের নীতি লঙ্ঘন করেছে। যার জেরে অ্যাপগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। খবর- টাইমস অব ইন্ডিয়া।

 

স্মার্টফোনের অ্যাপ স্টোরে বেআইনি ঋণ-অ্যাপ নিয়ে কড়া বার্তা দিয়েছিল রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। ভুয়া অ্যাপ থেকে সাধারণ মানুষকে বাঁচাতেই এই পদক্ষেপ নিয়েছিল দেশটির শীর্ষ ব্যাংক।

 

সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বেআইনি ঋণ-অ্যাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এসব অ্যাপ নিম্ন আয়ের ব্যক্তিদের লোন অফার করে। এরপর সেই টাকা আদায়ের জন্য ব্ল্যাকমেইল করতেও পিছপা হয় না বলে অভিযোগ রয়েছে।

 

অর্থমন্ত্রী অ্যাপগুলোর মাধ্যমে অর্থ আত্মসাতের পাশাপাশি কর ফাঁকি ও ডেটা চুরির মতো বিষয় নিয়েও সেবার উদ্বেগ প্রকাশ করেছিলেন।

 

একুশে সংবাদ/এসএপি

তথ্য-প্রযুক্তি বিভাগের আরো খবর