সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বাজারে আসছে উড়ন্ত গাড়ি

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:২১ পিএম, ৬ ডিসেম্বর, ২০২২

কয়েক বছর আগেও মানুষ কল্পনা করত ট্রাফিক জ্যামে পড়লেই গাড়ি আকাশে উড়ে গন্তব্যে নিয়ে যাবে এরকম সময় কবে আসবে। তবে সেই সময় বেশি দূরে নয়। আকাশে গাড়ি উড়বে এটি এখন আর নতুন কিছু নয়।

 

২০২৫ সালের মধ্যেই এ ধরনের গাড়ি বাজারে আনতে যাচ্ছে ক্যালিফোর্নিয়া ভিত্তিক কোম্পানি আলেফ অ্যারোনটিক্স। যেটি সিঙ্গেল চার্জে ১১০ মাইল পর্যন্ত উড়তে পারবে।  এর নির্মাণ প্রতিষ্ঠান জানিয়েছে হেলিকপ্টর যেভাবে উড়ে এই গাড়িটিও যেভাবে উড়বে।

 

ইতোমাধ্যে গাড়িটির প্রিসেল শুরু হয়েছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ডলার। ১৫০ ডলার খরচ করে যে কেউ প্রিসেল তালিকায় অংশ নিতে পারবেন। তবে কেউ যদি ১৫০০ ডলার ব্যয় করেন তাহলে তাকে অগ্রাধিকার ভিত্তিক গ্রাহক হিসেবে দেখা হবে। কোম্পানিটি ২০১৯ সাল থেকেই গাড়িটির পরীক্ষা চালাচ্ছে। গ্রাহকদের জন্য যে ভার্সনটি তৈরি করা হবে এর পরিধি রাখা হবে সর্বোচ্চ ২০০ মাইল।

 

আলেফ এর প্রধান নির্বাহী দুখোভনি জানিয়েছেন, গাড়িটি যাতে বেশিক্ষণ রাস্তায় চলতে পারে সেভাবেই তৈরি করা হচ্ছে। কারণ এটি নির্দিষ্ট দূরত্বে এবং স্বল্প উচ্চতায় উড়তে পারবে। যার নাম দেওয়া হয়েছে ‘হব’। শুধু রাস্তায় জ্যাম এড়াতে এটি স্বল্প দূরত্বে উড়ানোর সুযোগ থাকবে। 

 

ফাইবার কার্বন দিয়ে গাড়ির বডি তৈরি করা হয়েছে। একটি ডোন যেভাবে উড়ে গাড়িটিও সেভাবে উড়বে। এটিতে মাত্র দুটি সিট থাকবে। এর পাখাগুলোকে নিরাপদ রাখতে জালের মতো আবরণ থাকবে। 

 

অক্টোবরে এক বিবৃতিতে বলা হয়, গাড়িটি ওড়ানোর জন্য রাস্তার অবস্থা, আবহাওয়া এবং এর অবকাঠামোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। 

 

একুশে সংবাদ.কম/ঢা.প/বাইজীদ_সা’দ

তথ্য-প্রযুক্তি বিভাগের আরো খবর