সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

একবার ফুল চার্জে চলবে ৪৫ দিন, এই ফোন বদলে দিবে জীবন

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ২২ নভেম্বর, ২০২২

দুর্দান্ত ফোন বদলে দেবে জীবন! একবার ফুল চার্জে চলবে ৪৫ দিন, আছড়ে পড়ুক, জলে ডুবুক মোটেই খারাপ হবেনা প্রত্যেকের এই ধরনের স্মার্টফোন দরকার যা পড়ে গেলেও খারাপ হবেনা জলে ডুবলেও কারাপ হবেনা ৷ Oukitel-এর লেটেস্ট হ্যান্ডসেট সেই ধরনের সমস্ত চাহিদা পূরণ করবে ৷ এটাই সব থেকে বেস্ট অপশন হতে পারে ৷

 

Oukitel WP21 দুর্দান্ত ফিচারের ফোন ৷ ৯ হাজার ৮০০mAh ব্যাটারি, 120hz AMOLED-এর প্যানেল, MediaTek Helio G99 চেপসেটের সাথে আরও অনেক ফিচার রয়েছে ৷ একনজের Oukitel WP21 দাম ও ফিচার সম্পর্কে জেনে নিন ৷

 

Oukitel WP21 ফুল এইডি প্লাস রেজেলিউশন সঙ্গে ৬.৭৮ ইঞ্চির ডিস্প্লে ৷ একই সঙ্গে 120Hz রিফ্রেশ রেট ৷ অত্যন্ত আকর্ষণীয় ৷ সব থেকে বড় কথা এই ডিস্প্লেতে AOD সাপোর্ট করে ৷

 

একই সঙ্গে নটিফিকেশন, মিউজিক, কন্ট্রোল, য়ুফাইন্ডারের মত কাজ করে ৷ সংস্থার পক্ষে পেশ করা হয়েছে আলাদা আলাদা ব্যাচ প্রয়োগ করা হয়েছে ৷ বাইরের স্ক্রিন সম্পর্কে নানান রূপে বদলে যেতে পারে ৷

 

Oukitel WP21 Camera ফটোগ্রাফির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, রগ্ড অ্যান্ডসেটে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে ৬৪ মেগা পিক্সেলের Sony IMX, ৬৮৬ প্রধান সেন্সর, ২০ মেগা পিক্সেলের নাইট ভিশন ক্যামেরা, ২ মেগা পিক্সেলের ম্যাক্রো ইউনিট আছে ৷

 

Oukitel WP21 IP68 ওয়াটার রেজিস্টার ও IP69K ডাস্ট রেজিস্টার বা ধুলো আটকাতে পারে এমন প্রযুক্তি রয়েছে ৷ MIL-STD-810H-এর অনুরূপে রয়েছে ৷ সমস্ত জলবায়ুর সঙ্গে সমানতালে বজায় রাখতে পারে এই ফোন ৷

 

স্মার্টফোন Helio G99 চিপসেটের সাহায্য সঞ্চালিত হয়েছে 6nm প্রসেসে বানানো হয়েছে ৷ এতে ৯ হাজার ৮০০mAh ব্যাটারি আছে ৷ এতে দাবি করা হয়েছে একবার চার্জ দিলে ফোন চলবে ১ হাজার ১৫০ ঘণ্টা পর্যন্ত ৷ লাগাতার ১২ ঘণ্টা ভিডিও প্লেব্যাক হতে পারে একবার চার্জ দিলেই ৷ ১২ জিবি র‍্যাম, ২৫৬ জিবি স্টোরেজ থাকছে ৷ যাতে মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা ৷

 

ফোনের পরিমাপ 177.3 x 84.3 x 14.8 মাপ ৷ ওজন ৩৯৮ গ্রাম, এটি NFC, GNSS পজিশনিং ও ব্লুটুথ 5.0 সাপোর্ট করে ৷ সফটওয়্যার এটিতে Android 12 OS-এ চলতে পারে ৷ প্রতীকী ছবি ৷

 

Oukitel WP21 $280 (22,922 টাকা) থেকে দাম শুরু হয়েছে ৷ ২৪ নভেম্বর থেকে অলিওএক্সপ্রেসের মাধ্যমে কেনাকাটা করা যেতে পারে ৷

 

একুশে সংবাদ.কম/নট/জাহাঙ্গীর

তথ্য-প্রযুক্তি বিভাগের আরো খবর