সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

গ্রামীণফোনের ওপর ফের বিটিআরসি’র নিষেধাজ্ঞা

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ৬ নভেম্বর, ২০২২

ফের বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর নিষেধাজ্ঞার কবলে পড়ছে দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোন।

 

রবিবার (৬ নভেম্বর) বিকেলে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি।

 

কোম্পানিটির সিম বিক্রির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিটিআরসি। নতুন-পুরনো কোনো সিম বিক্রি করতে পারবে না প্রতিষ্ঠানটি।

 

প্রথমে অপারেটরটিকে কোনো ধরনের নতুন সিম বিক্রি করতে পারবে না বলে নিষেধাজ্ঞা দিয়েছিল। পরে গ্রামীণফোনের অনুরোধে ১৩ লাখ অব্যবহৃত সিম বিক্রির সুযোগ দিয়েছিল কমিশন। কিন্তু আজ সেই সুযোগও রহিত করা হলো। ফলে গ্রামীণফোন নতুন-পুরনো কোনো সিমই বিক্রি করতে পারবে না।

 

বিটিআরসির প্রতিবেদন অনুযায়ী, গ্রামীণফোনের বর্তমান গ্রাহক সংখ্যা (চলতি বছরের মে পর্যন্ত) আট কোটি ৪৯ লাখ ৫০ হাজার। এই বিপুলসংখ্যক ব্যবহারকারী থাকা সত্ত্বেও অপারেটরটির বিরুদ্ধে বারবার অভিযোগ এসেছে, তারা বিটিআরসি থেকে যে স্প্রেকট্রাম বরাদ্দ নিয়েছে তা পর্যাপ্ত নয়।

 

এছাড়াও ঘনঘন কল ড্রপ, ফোরজি কভারেজ না বাড়ানো, বিটিআরসির পাওনা নিষ্পত্তি না করাসহ অপারেটটির বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছে কমিশন।

 

একুশে সংবাদ/ডে.বা/পলাশ

তথ্য-প্রযুক্তি বিভাগের আরো খবর